Voice Change
সাধারণ
অর্থে Voice অর্থ কণ্ঠস্বর। কিন্তু ব্যাকরণে একে বলা হয় বাচ্য। Verb-এর যে Form
দ্বারা কর্তা যখন কাজটি নিজে করে বা অন্যের মাধ্যমে সম্পাদন করিয়ে নেয় এবং কর্তার সঙ্গে কাজের সম্পর্ক দেখায়
এবং এইভাবে Verb-এর রূপের যে পরিবর্তন ঘটে তাকে Voice
বলে। যেমন: a. He has made a basket. b. A basket has been made by him.
ওপরের প্রথম বাক্যে কর্তা নিজে কাজ করেছে এবং দ্বিতীয় বাক্যে কর্তার ওপর কাজ করানো হয়েছে।
আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে—
(i) Verb এর object (receiver)-টি Subject হিসেবে প্রথমে বসেছে।
(ii) সাহায্যকারী verb-টি বসেছে।
(iii) অতিরিক্ত একটি be verb বসেছে।
(iv) verb এর 3rd Form ব্যবহূত হয়েছে।
(v) extension বসেছে।
(vi) by যোগে verb এর subject-টি object হয়েছে।
No comments:
Post a Comment