1) Active voice এর ক্ষেত্রে am, is, are, was, were, have been,
has been, shall be, will be এর সাথে ing যোগ করতে হবে।
Ex.
Recently world’s climate
is ___ significantly. Ans: changing
2) passive voice এর ক্ষেত্রে am, is, are, was, were, have been,
has been, had been, shall be, will be এর পর V3 হয়।
Ex. He has been_____ the work. Ans:
done
3) (can/ could/ may/might/ should/ would/ must/ have to/ has to/ had
to/ + be), (could/ should/would/might + have) have, has, had, to be, having,
(am/ is/ are/ was/ were/ shall be/ will be + being) এর পর v3 হয়।
4) By এর পর verb এর সাথে ing যোগ করতে হয়।
5) By এর আগে v3 হয়।
6) To be (am, is, are,
was, were) + Adjective
7) To have (have, has,
had) + Noun
8) There + To be (am, is,
are, was, were) + Noun.
9) ব্রাকেটের শব্দের পূর্বে verb থাকলে ব্রাকেটের শব্দটি Noun হয়।
10) ব্রাকেটের শব্দের পূর্বে Adjective থাকলে ব্রাকেটের শব্দটি Noun হয়।
11) ব্রাকেটের শব্দের পরে Noun থাকলে ব্রাকেটের শব্দটি objective হয়।
12) verb এর পরে ব্রাকেটের শব্দটি Adjective হলে তাকে adverb করতে হয়।
13) ব্রাকেটের শব্দের পূর্বে Preposition থাকলে ব্রাকেটের শব্দটি Noun করতে হয়। কিন্তু সরাসরি noun করা না গেলে উক্ত শব্দটির সঙ্গে
ing যোগ করতে হয়।
14) Possessibe Case (my, our, your, their, his, her, Rahim’s) এর পর সাধারনত Noun হয়।
15) Sentence এর শুরুতে verb থাকলে সাধারনত verb এর সাথে ing যোগ করতে হয় অথবা
veb এর
আগে to
বসাতে হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে
ing যোগ না করে Noun form টি বসাতে হয়।
16) সাধারনত the এর পরে noun বসে।